প্রধানমন্ত্রী বাংলাদেশকে উচ্চপর্যায়ে নিয়ে যেতে চান : পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। তিনি বাংলাদেশকে উচ্চপর্যায়ে নিয়ে যেতে চান। সেজন্য তিনি দিনরাত কাজ করে যাচ্ছেন।’
সুনামগঞ্জে আজ মঙ্গলবার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত শুরুর আগে মুসল্লিদের উদ্দেশে পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমি সাক্ষ্য দিতে পারি, আমার জানামতে—প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো অন্যায় কাজ করেননি, অসৎ কাজ করেননি। তাঁর কোনো নিজস্ব ব্যবসা-বাণিজ্য নেই।’
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
এদিকে, সুনামগঞ্জের পুরাতন কোর্ট কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত শুরু হয় সকাল ৮টায়। ইমামতি করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম নুর উদ্দিন। এ ছাড়া পৌর শহরের লক্ষণশ্রী ঈদগাহ, আরপিননগর ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। দুই বছর পর করোনার বিধিনিষেধ উঠে যাওয়ায় উৎসাহ-উদ্দীপনা নিয়ে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। সব ধরনের নাশকতা এড়াতে ঈদগাহ ময়দানের চারদিকে পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়।