প্রবাসীদের জন্য কুয়েত-বাহরাইনে ফ্লাইটের অনুমতি

Looks like you've blocked notifications!
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

বিশেষ বিবেচনায় তিনদিনের জন্য ঢাকা-কুয়েত ও বাহরাইনের বিমানের আসা-যাওয়ার অনুমতি দিয়েছে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ। এতে দেশে অবস্থানকারী মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি কর্মীদের কর্মস্থলে যাওয়ার সঙ্কট কিছুটা কাটল।

আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ।

এতে বলা হয়েছে, আগামী ২৫ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত এ সুবিধা নিতে পারবেন নির্দিষ্ট রুটের যাত্রীরা।

করোনা পরিস্থিতিতে অভ্যন্তরীণ ও বৈদেশিক বিমান যাওয়া-আসায় বিধি-নিষেধ আরোপ করা হয়েছিল। তবে মধ্যপ্রাচ্যে কর্মরত যেসব বাংলাদেশি দেশে এসেছেন, তাদের কর্মস্থলে যাওয়ার সুবিধার্থে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাজিরা থেকে বিমান আসা-যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। চীন, বাহরাইন, সৌদি আরব, ওমানসহ নির্দিষ্ট দেশগুলো থেকেই কেবল যাত্রী আনা নেওয়া করা যাবে।

আর প্রত্যেক যাত্রীকেই নিতে হবে কোভিড নেগেটিভের ছাড়পত্র।

গতকাল বৃহস্পতিবার রাতে আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।