প্রবাসে কারাবন্দি স্বামীকে মুক্ত করতে স্ত্রীর সংবাদ সম্মেলন
দুবাইয়ের কারাগারে এক বছরেরও বেশি সময় ধরে বন্দি স্বামীকে মুক্ত করতে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন তাঁর স্ত্রী সুমি আক্তার। আজ রোববার জেলা শহরের গৌরাঙ্গ বাজার এলাকায় একটি অনলাইন নিউজ পোর্টালের কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সুমি আক্তার জানান, প্রতারণার শিকার হয়ে তাঁর স্বামী আশরাফুজ্জামান পরশ গত বছরের ৯ আগস্ট থেকে দুবাইয়ের পাঁচ বছরের সাজা ভোগ করছেন। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
সুমি আক্তার জানান, দুবাইয়ে তাঁর স্বামী আশরাফুজ্জামান পরশ লন্ড্রি ব্যবসায়ী ছিলেন। সেখানে পরিচিত হওয়ায় চট্রগ্রামের বাসিন্দা রেজুয়ানুল নামে আরেক প্রবাসী পরশের কাছ থেকে ১৪ লাখ টাকা ধার নেন। পরে সেই টাকা ফেরত চাইলে উল্টো নিজের দ্বিতীয় স্ত্রী নীলাকে দিয়ে আশরাফুজ্জামানের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করান। সেই মামলাতেই আশরাফুজ্জামান ২০২০ সালের ৯ আগস্ট থেকে কারাগারে বন্দি।
সুমি আক্তার লিখিত বক্তব্যে বলেন, তাঁর স্বামীর মুক্তির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে প্রতারক চক্রটি কয়েক দফায় তাঁর কাছ থেকে প্রায় ২২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
গত ২৭ আগস্ট রেজুয়ানুল ফোন দিয়ে তাঁকে বলেন, আশরাফুজ্জামানকে বাঁচাতে হলে আরও দুই লাখ দিরহাম (৪৪ লাখ টাকা) তাঁর অ্যাকাউন্টে দিতে হবে। না হলে তাঁর স্বামীর বিরুদ্ধে আরও মামলা করা হবে।
সংবাদ সম্মেলনে সুমি আক্তার বলেন, এই প্রতারক চক্রের সঙ্গে জহির, সজল, সোহেল ও মিন্টু নামে আরও কয়েকজন দুবাইপ্রবাসী জড়িত। এই প্রতারক চক্রের কারণে তাঁর স্বামী বিনা অপরাধে কারাগারে সাজা ভোগ করছেন।
সুমির সঙ্গে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আশরাফুজ্জামান পরশের বাবা জমরুদ ভূঁইয়া, মা কামরুন্নাহার, চাচা আমানুল হক ও দুই শিশু সন্তান।
এ সময় সুমির দেওয়া দুবাইপ্রবাসী রেজুয়ানুলের মুঠোফোন নম্বরে যোগাযোগ করার চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।
সুমি আক্তার জানান, তাঁর স্বামী আশরাফুজ্জামান পরশের বাড়ি জেলার কটিয়াদী উপজেলার চাঁনপুর মধ্যপাড়ায় এবং তাঁর পৈতৃক বাড়ি নারায়ণগঞ্জের গাউছিয়া এলাকায়।