প্রভাবশালী চক্রের ফাঁদে হারিয়ে যাচ্ছে ফসলি জমি

Looks like you've blocked notifications!
প্রতীকী ছবি

প্রভাবশালীচক্রের ফাঁদে হারিয়ে যাচ্ছে ফসলি জমির মাটি। বিক্রি করা হচ্ছে বিভিন্ন ইটভাটায়। এমনই অভিযোগ উঠেছে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে। অভিযোগসূত্র বলছে, চক্রটি জোর করে সরকারি জমির পাশাপাশি জোর করে হাত দিচ্ছে ব্যক্তিমালিকার জমিতেও। এতে করে বিপাকে পড়েছেন কৃষকরা। প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও নাকি মেলেনি প্রতিকার।

এলাকাবাসী জানায়, স্থানীয় একটি প্রভাবশালীচক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে জমির মাটি বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। ভোর থেকে রাত পর্যন্ত চলে এই মাটিকাটার কাজ। প্রশাসনের কাছে অভিযোগ করায় দেওয়া হচ্ছে ভয়ভীতি।

এ বিষয়ে জানতে চাইলে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম এনটিভি অনলাইনকে জানান, কেউ ফসলি জমির মাটি কেটে বিক্রি করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।