প্রাণভিক্ষা চাইলেন বঙ্গবন্ধুর খুনি আবদুল মাজেদ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া অন্যতম আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদ কারা কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রপতির মো. আবদুল হামিদের কাছে প্রাণভিক্ষার আবেদন করেছেন। আজ বুধবার রাতে বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম।
মাহবুবুল ইসলাম বলেন, ‘ফাঁসির সেলে থাকা বঙ্গবন্ধুর খুনি আবদুল মাজেদ আমাদের (কারা কর্তৃপক্ষ) মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানিয়েছেন। আবেদনপত্রটি আগামীকাল আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে দেব। তারপর মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী তারা ব্যবস্থা গ্রহণ করবেন।’
এদিকে আজ দুপুরে মাহবুবুল ইসলাম বলেছিলেন, গত সোমবার রাতে রাজধানীর মিরপুর থেকে আবদুল মাজেদকে গ্রেপ্তার করা হয়। এরপর গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে তাকে কেন্দ্রীয় কারাগারের ফাঁসির সেলে রাখা হয়েছে। এখনো তিনি ওই সেলেই আছেন।