‘প্রায় কোটি মানুষ ঢাকা ছাড়বে, ঈদযাত্রায় নারকীয় পরিস্থিতি হতে পারে’
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বলছে—এবারের ঈদে প্রায় দ্বিগুণ মানুষ গ্রামের বাড়ি যাবে; ঢাকা ছাড়বে প্রায় কোটি মানুষ। তাই, গণপরিবহণের সুষ্ঠু ব্যবস্থাপনা করতে না পারলে ঈদযাত্রায় নারকীয় পরিস্থিতি হতে পারে। আর, একযোগে সবাই ঢাকা না ছেড়ে, ধাপে ধাপে বাড়ি যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা।
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আজ রোববার সংবাদ সম্মেলনে মহাসড়কে যানজট ও চাঁদাবাজি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।
সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির সভাপতি মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘এবারের ঈদে এক কোটির বেশি মানুষ বিভিন্ন জেলায় যাবে। প্রায় পাঁচ কোটি মানুষ এক জেলা থেকে অপর জেলায় যেতে পারে।’
মোজাম্মেল হক চৌধুরী আরও বলেন, ‘প্রতিবছর ঈদে গ্রামের বাড়িতে ছুটে চলা এবং ছুটি শেষে আবারও ফিরে আসা মানুষগুলোর কাছে সবচেয়ে বড় ভোগান্তির নাম গণপরিবহণ। হোক তা মহাসড়ক, রেল কিংবা নৌ পথ। ঈদকে কেন্দ্র করে প্রতি বছরের চিত্র প্রায় একই। গত দুই বছর করোনার কারণে মানুষের এই যাতায়াত খানিকটা কম হলেও এবার প্রায় দ্বিগুণ মানুষ গ্রামের বাড়ি যাবে।’
এ ছাড়া এবার অনেকের ঈদ ছুটি একটু লম্বা হওয়ায় সবাইকে একযোগে ঢাকা না ছেড়ে ধাপে ধাপে বাড়ি যাওয়ার পরামর্শ বিশ্লেষকদের।
বিশেষজ্ঞেরা আরও বলেন, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানজট এবং চাঁদাবাজি বন্ধে প্রয়োজনীয় উদ্যোগের পাশাপাশি বিশেষ গুরুত্ব দিতে হবে নৌ-যাত্রায়। কেননা, ঈদের সময় কালবৈশাখী ঝড়ের আশঙ্কা প্রবল। আর, রেলের টিকেট কালোবাজারি ও শিডিউল বিপর্যয়ের কাটিয়ে উঠতে না পারলে ভোগান্তির মাত্রা আরও বাড়তে পারে। তাই, তিন যোগাযোগ মাধ্যমকে সমন্বিতভাবে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ঈদযাত্রায় নির্বিঘ্ন করার দাবি সংশ্লিষ্টদের।