ফকির গ্রুপের পরিচালক আসাদুজ্জামানের দাফন সম্পন্ন
নারায়ণগঞ্জের রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান ফকির গ্রুপের পরিচালক আসাদুজ্জামানের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
আজ শনিবার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লার কায়েমপুর প্রথম জানাজা, দুপুরে আড়াই হাজার উপজেলার পাঁচরুখী দারুল হাদিস সালাফিয়াহ জামে মসজিদ ও মাদ্রাসা মাঠে দ্বিতীয় ও বাদ আসর নারায়ণগঞ্জের জামতলা ঈদগাহ মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মাসদাইর সিটি কবরস্থানে মায়ের কবরের পাশে আসাদুজ্জামানকে সমাহিত করা হয়।
তাঁর জানাজায় অংশ নেন এফবিসিসিআই, বিজেএমইএ, বিকেএমইএসহ বিভিন্ন সংগঠনের ব্যবসায়ী প্রতিনিধি ও রাজনৈতিক নেতারা।
বিশিষ্ট ব্যবসায়ী ফকির গ্রুপে পরিচালক আসাদুজ্জামান (৫০) দীর্ঘদিন নানান রোগে ভুগছিলেন। গতকাল শুক্রবার রাত ৩টায় রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।