ফতুল্লায় হত্যা মামলার দুই আসামি নাটোরে গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
নারায়ণগঞ্জের ফতুল্লায় সুজন ফকির হত্যাকাণ্ডের ৩৬ ঘণ্টার মধ্যেই মূল আসামিসহ দুজনকে নাটোর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। ছবি : এনটিভি

নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় সুজন ফকির হত্যাকাণ্ডের ৩৬ ঘণ্টার মধ্যেই মূল আসামিসহ দুজনকে নাটোর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। আজ সোমবার দুপুরে আদমজী নগর র‌্যাব ১১-এর প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গতকাল রোববার রাতে তাদের গ্রেপ্তার করে নারায়ণগঞ্জে আনা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মো. আব্দুল মজিদ ও হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারী মো. মোয়াজ্জেম হোসেন।

আজ দুপুরে র‌্যাব ১১-এর প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, নারী ঘটিত কারণে গত ১৬ অক্টোবর ফতুল্লার নয়াবাজার এলাকায় প্রকাশ্য দিবালোকে কুপিয়ে নৃশংস ভাবে হত্যা করা হয় সুজন ফকিরকে। হত্যাকাণ্ডের ঘটনায় নিহত সুজন ফকিরের ছেলে বাদী হয়ে ফতুল্লা থানায় একটি মামলা করেন।

পরে র‌্যাব-১১ র‌্যাব ৫-এর সহায়তা নিয়ে গতকাল রাতে নাটোর থেকে গ্রেপ্তার করে দুই আসামিকে।