ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ১৫ দিনের লকডাউনে

Looks like you've blocked notifications!
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ম্যাপ। ছবি : সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলাকে আগামী ১৫ দিনের জন্য পুরোপুরি লকডাউন ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার রাত ১২টা ১ মিনিট থেকে এ লকডাউন শুরু হয়েছে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুর রহমান খান বলেন, ‌'লকডাউন অবস্থায় আগামী ১৫ দিন শুধু ওষুধসহ জরুরি বিষয় ছাড়া সব দোকান বন্ধ থাকবে। সড়কেও লোক চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। অকারণে কাউকে বাড়ির বাইরে যেতে দেওয়া হবে না।'

ইউএনও আরো বলেন, ‌'আইন মানাতে প্রস্তুত থাকবে একাধিক ভ্রাম্যমাণ আদালত।'

এদিকে, ভাঙ্গা উপজেলার করোনাজনিত পরিস্থিতির অবনতি হওয়ায় গত বৃহস্পতিবার থেকে বাজার ও দোকানপাট খোলার সময় পরিবর্তন করা হয়। দোকানপাট খোলার সময়সূচি সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত করা হয়। এতেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় পুরোপুরি লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।