ফরিদপুরে আলোচিত বরকত-রুবেলের ভাই জুয়েল গ্রেপ্তার
ফরিদপুরের বহুল আলোচিত সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলের ভাই জুয়েল মণ্ডলকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বোয়ালমারী পৌর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জুয়েলের বাড়ি ফরিদপুর শহরের বদরপুর এলাকায়। তিনি ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে উপসহকারী প্রশিক্ষক হিসেবে কর্মরত।
জুয়েলের ভাই বরকত ফরিদপুর শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক। তাঁর অপর ভাই রুবেল ফরিদপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সভাপতি।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার ঘটনার মামলায় বরকত ও রুবেলকে গত ৭ জুন গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা বর্তমানে মানি লন্ডারিং মামলায় গাজীপুরের কাশিমপুর কারাগারে রয়েছেন।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, ‘মঙ্গলবার বিকেলে বোয়ালমারী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে জুয়েলকে। জেলা আওয়ামী লীগ সভাপতির বাসায় হামলার মামলার আসামি হিসেবেই গ্রেপ্তার করা হয়েছে তাঁকে।’
গত ১৬ মে রাতে শহরের মোল্লাবাড়ি সড়কে অবস্থিত সুবল চন্দ্র সাহার যমুনা ভবনে দুই দফা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সুবল সাহা ১৮ মে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। গত ৭ জুন রাতে পুলিশ এ মামলার আসামি হিসেবে বরকত-রুবেলসহ মোট নয়জনকে গ্রেপ্তার করে।