ফরিদপুরে করোনায় আক্রান্ত হয়ে মুক্তিযোদ্ধার মৃত্যু

Looks like you've blocked notifications!
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম। ছবি : সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা আমিনুল ইসলামের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুর রহমান খান জানান, করোনায় আক্রান্ত হয়ে মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম তাঁর ভাঙ্গা পৌরসভার পশ্চিম হাসামদিয়া গ্রামের বাড়িতেই ছিলেন। গতকাল রাতে তাঁর শারীরিক অবস্থা বেশ খারাপের দিকে চলে গেলে দ্রুত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় মৃত্যু হয়।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ মহসিন ফকির জানান, চার দিন আগে মুক্তিযোদ্ধা আমিনুল ইসলামের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়। তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।

মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ভাঙ্গার প্রথম কোনো করোনা রোগী হিসেবে মৃত্যুবরণ করলেন।

ভাঙ্গায় এখন পর্যন্ত মোট ২৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে একজন ছিলেন ভাঙ্গা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম। করোনা থেকে তিনজন সুস্থ হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ফরিদপুরে এ পর্যন্ত ২০০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ নিয়ে তিন উপজেলার তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।