ফরিদপুরে করোনা ও উপসর্গে আরও ১৯ জনের মৃত্যু

Looks like you've blocked notifications!

ফরিদপুরে করোনায় ঈদের দিন মৃত্যু কম হলেও আজ বৃহস্পতিবার আবার বেড়েছে। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১১ জনের করোনা পজিটিভ এবং আটজনের উপসর্গ ছিল। মৃতদের মধ্যে ১২ জন ফরিদপুরের।

 

বর্তমানে হাসপাতালটিতে ৩০৬ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৪৮ জন। প্রতিনিয়ত রোগীর চাপ বাড়ায় হাসপাতালে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।

গত ২৪ ঘণ্টায় জেলায় ২৫৮ জনের নমুনা পরীক্ষা করে সর্বোচ্চ ৯০ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪ দশমিক ৮৮ শতাংশ।

ফরিদপুরে এ পর্যন্ত ১৬ হাজার ৪৭৪ জনের করোনা শনাক্ত হয়। সরকারি হিসাবে এ পর্যন্ত ৩৪১ জনের মৃত্যু হয়েছে।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান এসব তথ্য জানিয়ে বলেন, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ২৫৮ জনের নমুনা পরীক্ষার করে  ৯০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। করোনার বিধিনিষেধ না মানার কারণেই ফরিদপুরে বেড়ে চলেছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।