ফরিদপুরে ক্রিকেট খেলা নিয়ে হাতাহাতি, পরে হামলায় বৃদ্ধ নিহত
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের উত্তরপাড়া গনি খাঁর মোড় এলাকায় গতকাল মঙ্গলবার বিকেলে একদল কিশোরের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে হাতাহাতি হয়েছে। পরে এ ঘটনায় একপক্ষ আরেকপক্ষের বাড়িতে গিয়ে হামলা চালায়। এ সময় মুনছুর মোল্লা (৭০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে আহত করা হয়। পরে তাঁকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোরে তিনি মারা যান।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে ক্রিকেট খেলতে গিয়ে ছলেমান মোল্যার ছেলে কিবরিয়ার (১৮) সঙ্গে হাতাহাতি হয় একই গ্রামের ফজর খার ছেলে বক্কার খাঁ (১৭) ও রশিদ খাঁর ছেলে হেমায়েত খাঁর (৩০)। পরে বিকেল পৌনে ৬টার দিকে ফজর খাঁ তাঁর দলবল নিয়ে ছলেমান খাঁর বাড়িতে হামলা চালায়। এ সময় হামলায় আহত হয় মুনছুর মোল্যা, সুলতান মোল্যা (৩০), হামিদুল্লাহ (১৮), হুমাইয়ান মোল্যা (২৫), সাদ্দাম মোল্যা (৩০), আরিফ মোল্যা (১৮) ও মাজেদা বেগম (৪৫)। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করা হয়। পরে মুনছুর মোল্যার অবস্থা খারাপ হলে রাতেই ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৫টার দিকে তাঁর মৃত্যু হয়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোতোয়ালি থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা নেওয়া হবে বোয়ালমারী থানায়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে বলেও তিনি জানান।