ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৮৯ জন

Looks like you've blocked notifications!

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত সংখ্যা দিনকে দিন বাড়ছে ফরিদপুরে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৮৯ জন। তবে এই সংখ্যার বড় একটি অংশ সদর উপজেলায়। এখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৭০ জন।

জেলা শহরের বেশির ভাগ মানুষ করোনা বিধি না মানার কারণে দিনকে দিন এই উপজেলায় করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা করোনা প্রতিরোধ কমিটি জরুরি সভা করেছে। 

প্রতিদিনই ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আসছে রোগী, কিন্তু চাহিদা অনুযায়ী শয্যা সংখ্যা না থাকায় ভর্তি নিতে পারছে না কর্তৃপক্ষ। এই হাসপাতালে আইসিইউতে ১৬ শয্যা থাকলেও সচল রয়েছে ১৪টি।  

ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়েছে ৮৯ জন। জেলা এ পর্যন্ত মহামারির এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ১১ হাজার ১৭৭ জন, মারা গেছে ১৮৯ ব্যক্তি। 

এদিকে, করোনার চাপ সামলাতে জেলা প্রশাসনের তরফ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে বাজার ও মার্কেটগুলো খোলা রাখা নিয়ে নানা পদক্ষেপ গ্রহণ ছাড়াও শহরে মাইকিং করা হচ্ছে করোনার বিধিনিষেধ মানার জন্য।