ফরিদপুরে ট্রলিচাপায় কলেজছাত্রের মৃত্যু
ফরিদপুরের বোয়ালমারীতে ইটভাটার মাটি টানা ট্রলির নিচে চাপা পড়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের বাবুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই কলেজছাত্রের নাম শাহ আমীন মীনা (১৮)। তিনি চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামের দিনমজুর সাত্তার মীনার ছেলে এবং শাহ জাফর টেকনিক্যাল কলেজে বিএম শাখার দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় আমীন ওই সড়ক দিয়ে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় ইটভাটার একটি ট্রলি পেছাতে গিয়ে একটি গাছের সঙ্গে সাইকেলসহ আমীনকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে আমীন গুরুতর আহত হন।
পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বিকেল সাড়ে ৪টার দিকে মারা যান আমীন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন বলেন, ‘আমীন অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। ২০২০ সালে তাঁর উচ্চ মাধ্যমিক সমমানের পরীক্ষা দেওয়ার কথা ছিল। গত টেস্ট পরীক্ষায় সে সর্বোচ্চ নম্বর পেয়েছিল।’
বোয়ালামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, ‘খবর শুনে আমি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝোটন চন্দ হাসপাতালে গিয়েছিলাম। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’