ফরিদপুরে পারাপারের সময় নদীতে পড়ে শিশুর মৃত্যু, নিখোঁজ ২

Looks like you've blocked notifications!
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় নদীতে ডুবে মৃত শিশু অমি আক্তার। ছবি : এনটিভি

ফরিদপুরের চরভদ্রাসন ও মধুখালী উপজেলায় নদী পারাপারের সময় পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে দুই শিশু। ওই দুই শিশুকে উদ্ধারে কাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন খানম জানান, বুধবার বিকেলে উপজেলার আবদুল সিকদার ডাঙ্গী গ্রামের প্রবাসী মো. রাসেলের মেয়ে অমি আক্তার (১৫) ও ছেলে তামীম হোসেন (৮) তাফালে (পাতলা টিন দিয়ে তৈরি বিশেষ ধরনের নৌকা) করে নদী পার হয়ে নানা বাড়িতে যাচ্ছিল। এ সময় নদীতে পড়ে যায় তারা। সন্ধ্যার দিকে অমি আক্তারের মরদেহ লোহার টেক কোলের কাছে ভেসে ওঠে। তবে তামীম হোসেন নিখোঁজ রয়েছে। ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।

অপরদিকে মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার টিটন সরকার জানান, বুধবার বিকেলে উপজেলার চর নওপাড়া গ্রামের চন্দনা নদীর ওপর বাশেঁর সাকো পার হওয়ার সময় সাদিয়া (৭) ও মিথিলা (৬) নামের দুই শিশু পানিতে পড়ে যায়। এ সময় মিথিলা সাকোর বাঁশ ধরে থাকলেও নিখোঁজ হয় সাদিয়া। সাদিয়া ওই গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে বলে জানান তিনি।