ফরিদপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
ফরিদপুরের সদরপুর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শৌলডুবি গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো ওই এলাকার সেলিম মোল্লার শিশুকন্যা সেলিনা (৬) ও তার চাচাতো বোন মুনিরা (১০)।
দুই শিশুর পারিবারের লোকজন জানায়, আজ দুপুরের দিকে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায় শিশু সেলিনা ও তার চাচাতো বোন মুনিরা। প্রথমে সেলিনা পানিতে পড়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে মুনিরাও পানিতে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।
এ সময় স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. ওমর ফয়সাল বলেন, ‘দুপুরের দিকে উপজেলার শৌলডুবি এলাকার পুকুরে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা করে দেখতে পাই এখানে আসার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।’