ফরিদপুরে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে নিহত ১, আহত ২
ফরিদপুরে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। আজ বুধবার ভোররাতের দিকে এ ঘটনা ঘটে সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ইশিবপুর গ্রামে।
খবর পেয়ে সকালে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এছাড়া ঘটনাস্থলে পড়ে থাকা অসুস্থ দুইজনের মধ্যে একজনকে আটক করা হয়েছে। অন্যজনকে পাঠানো হয়েছে হাসপাতালে।
পুলিশ জানায়, নিহতের নাম মোঃ সাকিল শেখ (২০)। সে ওই গ্রামের মৃত সাত্তার শেখের ছেলে। এ ঘটনায় আহত হন পাশের হোগলাকান্দি গ্রামের রবিউলের ছেলে রাসেল (১৯) ও কাশেম শেখের ছেলে মজনু (১৯)। এদের মধ্যে রাসেলের পিঠ পুড়ে গেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অপর তরুণ মজনুকে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখে সুস্থ করে তোলার পর পুলিশ থানায় নিয়ে যায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, রাতের কোনো এক সময় তারা সংঘবদ্ধ হয়ে ধান ক্ষেতের মধ্যে থাকা পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হলে হতাহতের এ ঘটনা ঘটে।
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক আবুল হাসান জানান, খবর পেয়ে তাদের কর্মীরা খুলে ফেলা ট্রান্সফরমারটি সেখান থেকে নিয়ে এসে নতুন করে আরেকটি ট্রান্সফরমার স্থাপনের কাজ শুরু করেছে। এ ঘটনায় পল্লী বিদ্যুতের পক্ষ থেকে মামলা করা হবে।