ফরিদপুরে মুক্তিযোদ্ধাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী প্রদান
ফরিদপুর সদর উপজেলার ২৫০ বীর মুক্তিযোদ্ধাকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন হিসেবে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ রোববার বেলা ১১টার দিকে সদর উপজেলায় হলরুমের সামনে এই উপহারসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ডেপুটি কমান্ডার মো. আবুল ফয়েজ শাহনেয়াজ,উপজেলা ডেপুটি কমান্ডার মো. শামসুদ্দিন মোল্যা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রাজ্জাক মোল্যা,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুম রেজা প্রমুখ।
ইউএনও মো. মাসুম রেজা বলেন, ‘জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় আমাদের উপজেলা প্রশাসনের উদ্যোগে শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি মুক্তিযোদ্ধা পরিবারকে ১০ কেজি চাল, এক কেজি দুধ ও একটি মিষ্টি কুমড়া দেওয়া হয়। আমাদের জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা রয়েছে এই করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সংকটাপন্ন সময়ে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা যেন কষ্টে না থাকেন।’