ফাঁকা ঢাকায় ফাঁকা গুলি ছুড়ে অর্ধকোটি টাকা ছিনতাই
রাজধানীর যাত্রাবাড়ীতে দুই ভাইকে রড দিয়ে পিটিয়ে মোবাইল ব্যাংকিংয়ের ৫৫ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ছিনতাইয়ের সময় তারা ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। আজ রোববার বেলা ১১টার দিকে জনপথ মোড়ে ঘটনাটি ঘটে।
রাতে এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। তিনি বলেন, ‘ছিনতাইয়ের অভিযোগে থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে।'
ছিনতাইকারীদের কবলে পড়া ওই দুই ব্যক্তি হলেন- সাইফুল ইসলাম সবুজ (৩৫) ও রফিকুল ইসলাম মুকুল (৩০)। তারা দুজনই ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিংয়ের এজেন্ট।
মাজহারুল ইসলাম বলেন, ‘আজ বেলা ১১টার দিকে ওই দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে করে মতিঝিলের ব্যাংকে ৫৫ লাখ ৬৯ হাজার টাকা জমা দিতে যাচ্ছিলেন। ওই টাকা নিয়ে যাওয়ার সময় পথের মধ্যে তিনটি মোটরসাইকেলে আসা ছয় ছিনতাইকারী তাদের গতিরোধ করে এবং লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে দুই ভাইয়ের কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এরপর ফাঁকা গুলি চালিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এই ঘটনায় আহত হন দুই ভাই।'
যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ঘটনাস্থলের আশপাশে থাকা সিসিটিভি ক্যামেরায় ছিনতাইয়ের ঘটনাটি দেখা গেছে। আশা করি, ছিনতাইকারীদের দু-একদিনের মধ্য আইনের আওতায় আনতে পারব।