ফাইনাল খেলার ট্রফি ভাঙলেন ইউএনও, প্রতিবাদে বিক্ষোভ

Looks like you've blocked notifications!
ইউএনও ট্রফি ভেঙে ফেলায় আজ শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল করেছে এলাকার ক্ষুব্ধ জনতা। ছবি : এনটিভি

বান্দরবানে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের জন্য আনা ট্রফি ভেঙে ফেলেছেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলাম। প্রতিবাদে ইউএনওকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ক্ষুব্ধ জনতা। আজ শনিবার বিকেলে এ বিক্ষোভ কর্মসূচি হয়।

স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে আলীকদম যুব সমাজের উদ্যোগে চৈক্ষ্যং উচ্চ বিদ্যালয়ের মাঠে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলাম। পরে খেলায় বিজয়ীদের পুরস্কার বিতরণের বক্তব্য দেওয়ার এক পর্যায়ে দর্শকের ওপর ক্ষিপ্ত হয়ে ট্রফি ভেঙে ফেলেন তিনি।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলাম বলেন, ‘খেলা শেষে পুরস্কার বিতরণের সময় হঠাৎ একজন এসে বললেন তিন গোল চার গোল তারা মানেন না। তখন আমি বললাম, খেলা আবার হবে কী না। তখন এটা নিয়ে পেছন থেকে খুব আওয়াজ শুরু হলো তারা ট্রফি নেবে না। তারাই বলল, ট্রফি যতদিন থাকবে একটা আক্রোশ থাকবে। পরে আমি বললাম, তাহলে ঠিক আছে আপনারা মেডেলগুলো নিয়ে যান। সেগুলোও নেননি। তারা বলেছে ট্রফিটা ভেঙে ফেলা হোক। তাই ভেঙে ফেলা হয়েছে। ওখানে বহিরাগত কিছু ছেলে এসেছিল।’

বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ইউএনও এটি করতে পারেন না। তিনি ট্রফিগুলো রেখে দিয়ে পরবর্তীতে দিতে পারতেন।’

কর্মসূচিতে বক্তব্য রাখেন- আলীকদম উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম। অন্যান্যদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম বলেন, ‘ইউএনও ট্রফি ভেঙে আলীকদমবাসীর মন ভেঙেছেন। স্থানীয় জনতাকে পুলিশের অস্ত্র দেখিয়েছেন। ইউএনওকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’