ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন

Looks like you've blocked notifications!
গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রতিবাদে রোববার যশোরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ছবি : এনটিভি

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রতিবাদে আজ রোববার যশোরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে জ্ঞানচর্চা ভিত্তিক সংগঠন প্রাচ্য সংঘ। এদিন বেলা সাড়ে ১২টায় শুরু হওয়া এ মানববন্ধনে আয়োজকেরা ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার কয়েকশ মানুষ অংশ নেয়।

মানববন্ধন চলাকালে প্রাচ্য সংঘের প্রতিষ্ঠাতা, লেখক ও গবেষক বেনজীন খান বলেন, ‘ফিলিস্তিনের হাতে আজ মানবতার পতাকা। সেই পতাকাতলে সারা বিশ্বের মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। মধ্যপ্রাচ্যের অল্প কয়েকটি দেশ ছাড়া সবাই ফিলিস্তিনিদের পক্ষে আছে। এমনকি চীন, রাশিয়াও ফিলিস্তিনের পক্ষে কথা বলছে।

ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করে বেনজীন খান বলেন, ‘ফিলিস্তিন ভূখণ্ড কোনোভাবেই ইসরায়েলের হতে পারে না। তাই ফিলিস্তিনিদের স্বাধীনতা ফিরিয়ে দিয়ে সেখান থেকে ইসরায়েলের উচ্ছেদের মাধ্যমেই ইউরোপ-আমেরিকার পুঁজিবাদের পতন ঘটাতে হবে।’