ফিলিস্তিনে বঙ্গবন্ধুর নামে সড়ক

Looks like you've blocked notifications!
ফিলিস্তিনের হেবরন শহরের একটি এলাকা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের হেবরন শহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী নুরি আল মালিকি এ তথ্য জানিয়েছেন।

আজ বুধবার সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, প্রাচীন শহর হেবরনের একটি সড়কের নাম রাখা হয়েছে বঙ্গবন্ধুর নামে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘ফিলিস্তিনের এই উদ্যোগকে স্বাগত জানাই। বঙ্গবন্ধুর নামে সড়কের নামকরণের উদ্যোগ বাস্তবায়ন করায় আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।