ফেনীতে চার সন্তান প্রসব, সুস্থ আছেন সবাই
ফেনীতে চারটি সন্তান প্রসব করেছেন এক নারী। চার সন্তানসহ সুস্থ আছেন মাও। জন্ম নেওয়া নবজাতকের মধ্যে দুটি ছেলে এবং দুটি মেয়ে। গতকাল শুক্রবার ওই চার সন্তানের জন্ম হয়। আজ শনিবার বিকেলে সুস্থ অবস্থায় সন্তানসহ ওই নিজ বাড়িতে ফিরে গেছেন।
ওই নারীর নাম জান্নাতুল ফেরদাউস। তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলার তরী গরুকাটা হাজারীবাড়ির রাজমিস্ত্রি ফরহাদের স্ত্রী।
ফেনী প্রাইভেট হাসপাতাল ও ল্যাপারোস্কোপি ইনস্টিটিউট সূত্রে জানা যায়, গত মঙ্গলবার জান্নাতুল ফেরদাউসের প্রসব বেদনা উঠলে এখানে নিয়ে আসে তাঁর স্বজনরা। গাইনি বিশেষজ্ঞ ডা. আবদুল কাইয়ুমের তত্ত্বাবধায়নে প্রসূতি স্বাভাবিকভাবে চারটি সন্তান জন্ম দেন।
নবজাতকের মা জান্নাতুল ফেরদৌস জানান, তিনি এখন সুস্থ আছেন। চার সন্তান হওয়ায় তিনি খুশি। এ চার সন্তান আল্লাহ তাঁকে দান করেছেন।
নবজাতকদের বাবা ফরহাদ বলেন, ‘এই চার সন্তান লালনপালন করতে আমার কোনো ধরনের সমস্যা হবে না। আল্লাহ সুস্থ রাখলে পরিবারের সবাই মিলে তাদের লালন-পালন করব।’
গাইনি বিশেষজ্ঞ ডা. আবদুল কাইয়ুম বলেন, ‘এ বাচ্চাদের মা আমার হাসপাতালে এসে ভর্তি হন। আল্ট্রাসোনোগ্রাফিক রিপোর্টের আলোকে তারা বলেছিল, পেটে তিনটি বাচ্চা রয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে আমি দেখি রোগী সিভিয়ার একলামশিয়াতে ভুগছেন। চিকিৎসা দেওয়ার পর প্রসূতি পর পর চারটি সন্তান প্রসব করেন।’
ডা. আবদুল কাইয়ুম আরও বলেন, ‘শিশুদের বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়েছে। চার শিশুসহ মা ভালো আছেন।’