ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ডাকাতদলের ৮ সদস্য গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
সোনাগাজী মডেল থানা। ফাইল ছবি

ফেনীর সোনাগাজীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে সোনাগাজী উপজেলার ডাকবাংলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি এলজি, ৬ রাউন্ড কার্তুজ, রামদা, কিরিজ, ছুরি, লোহার রড, প্লাস, টর্চলাইটসহ বিপুল পরিমাণ ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আবদুল মুনাফ (২৫) ফেনী সদরের ধর্মপুর আশ্রয়ণ এলাকার বাসিন্দা, আবু তাহের (৫০) এর বাড়ি নোয়াখালী জেলার সুধারাম, ইকবাল (৩০) এর বাড়ি চাঁদপুরের শাহারাস্তি, মামুন (২৮) এর বাড়ি চট্টগ্রাম জেলার হাটহাজারী, আলমগীর (২৬) এর বাড়ি পাহাড়তলী, জুয়েল হোসেন (২৮) এর বাড়ি চট্টগ্রামের হালিশহর, জয়নাল আহম্মদ (৩৭) এর বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া থানার বুড়িচর এবং সুজন খান (২৫) এর বাড়ি বরিশাল জেলার পাড়ারহাট। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, সশস্ত্র অবস্থায় একদল ডাকাত সোনাগাজীর একটি বিয়ে বাড়িতে ডাকাতি করার উদ্দেশে মাইক্রোবাসে যাত্রা করেছে। একপর্যায় পুলিশের একটি দল তল্লাশি চৌকি বসিয়ে তাদের আটক করে। পরে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশিয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।