ফেনীতে পশুর হাটের ওয়েবসাইট ও অ্যাপস উদ্বোধন

Looks like you've blocked notifications!
ফেনীতে আজ বৃহস্পতিবার ‘অনলাইনপশুরহাটফেনিডটকম’-এর উদ্বোধন। ছবি : এনটিভি

ফেনী জেলা প্রশাসনের উদ্যোগে অনলাইন পশুর হাট ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনলাইন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজামউদ্দিন হাজারী।

উদ্বোধনকালে স্থানীয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেন, ‘খামারিরা অত্যন্ত সহজ পদ্ধতিতে (www.onlinepashurhatfeni.com) ওয়েবসাইটে নিবন্ধন করে তাদের খামারের পশুগুলো প্রদর্শনের ব্যবস্থা করবেন। এখানে ক্রেতারা প্রবেশ করে তাদের পছন্দমতো পশু কিনবেন। এখানে প্রতারিত হওয়ার সুযোগ নেই। তারপরও কোনো প্রতারণার অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।’ 
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান। এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ড. মঞ্জরুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম জাকারিয়া, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনিসুল হকসহ জেলার খামারি এবং বিশিষ্ট ব্যক্তিরা।