ফেনী মডেল থানার ওসিসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ
ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমকে ‘অস্ত্র দিয়ে ফাঁসানো’র অভিযোগ উঠেছে আদালতে। ফেনী মডেল থানার ওসি ও দুই এসআইসহ ছয়জনের বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়। জসিমের স্ত্রী লুৎফুন নাহার আজ বুধবার জেলা সদর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মুহাম্মদ আশেকুর রহমানের কাছে এই অভিযোগ করেন। আদালত আগামী ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে পিবিআইকে নির্দেশ দিয়েছেন।
অভিযুক্তরা হলেন—ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন, একই থানার এসআই এমরান হোসেন ও নারায়ণ চন্দ্র দাস, ডিএসবি কর্মকর্তা হাবিবুর রহমান, সাক্ষী মো. সৈকত ও সাব্বির হোসেন।
আদালতের বেঞ্চ সহকারী শাহ নুর আলম জানান, আজ বিকেলে অভিযোগের শুনানি হয়। আগামী ৩০ দিনের মধ্যে অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দিতে পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত। এতে ১৫ দিনের মধ্যে মামলার অগ্রগতি জানাতে বলা হয়েছে এবং মামলাটি তদন্ত করতে পরিদর্শকের ঊর্ধ্বতন কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২২ জুলাই ঢাকার পল্টনের বিজয়নগর এলাকা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহায়তায় ফেনী মডেল থানা পুলিশ ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমকে (৪৮) গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্যমতে তাঁর বাসায় অভিযান চালিয়ে পুরোনো খবরের কাগজে মোড়ানো একটি কালো রংয়ের ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি ও দুটি ছোরা উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ফেনী মডেল থানা পুলিশ বাদী হয়ে অস্ত্র মামলা দায়ের করেন। তবে, অস্ত্র উদ্ধারের অভিযোগটি শুরু থেকে অস্বীকার করে আসছে জাকির হোসেন জসিমের পরিবার। তাঁকে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে বলে দাবি তাদের।