ফেরিতে ফিরতি পথে রাজধানীমুখী যাত্রীদের ভোগান্তি
ঈদ শেষে ফিরতি পথে ভোগান্তি বেড়েছে রাজধানীমুখী যাত্রীদের। লঞ্চ ও দূরপাল্লার যানবাহন বন্ধ থাকায় বাংলাবাজার-শিমুলিয়া নৌপথ হয়ে ফেরিতে করে কর্মস্থলে আসছেন দক্ষিণাঞ্চলবাসী। কয়েকগুণ বাড়তি ভাড়া দিয়েও ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের।
এদিকে, আজ মঙ্গলবার ফেরিঘাটে যাত্রীদের চাপ থাকলেও আগামীকাল বুধবার তা কমে আসবে বলে আশা ঘাট সংশ্লিষ্টদের। অন্যদিকে, অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে ঘাট এলাকায় মোতায়েন করা হয়েছে দুই শতাধিক পুলিশ। জেলা প্রশাসনের পক্ষ থেকেও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘাট এলাকায় রয়েছেন। তবে স্বাস্থ্যবিধি উপেক্ষিত প্রতিটি ফেরিতে। গাদাগাদি করে পদ্মা পাড়ি দিচ্ছেন যাত্রীরা। ঘাট ইজারাদারের কর্মীদের সঙ্গে যাত্রীদের বাগবিতণ্ডার ঘটনাও ঘটছে।
এদিকে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পক্ষ থেকে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে যাত্রীদের দুর্ভোগ নিয়ে কর্মস্থলে ছুটে যেতে হচ্ছে। বর্তমানে বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ১৭টি ফেরি চলাচল করছে। ঈদের আগের দিন থেকে ফেরি চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। তবে যাত্রীবাহী আর পণ্যবাহী পরিবহণ না থাকায় জরুরি অ্যাম্বুলেন্স পারাপার করছে।
বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ী ঘাটের ম্যানেজার মো. সালাউদ্দিন বলেন, ‘আমাদের সব ফেরি চলাচল করছে। প্রতিটি ফেরিতে ধারণক্ষমতার বেশি যাত্রী রয়েছে।’