ফের মামলা দেওয়ায় আরেক মোটরসাইকেল চালকের আগুন
এবার ইলিয়াস মিয়া (৩০) নামের একজন রাজধানীর পলাশী এলাকায় নিজের মোটরসাইকেলে আগুন দিয়েছেন। তিনি রাইড শেয়ারিংয়ে মোটরসাইকেল চালান। আজ বৃহস্পতিবার দুপুরে ট্রাফিক আইনের ৯২/২ ধারায় তাঁর বিরুদ্ধে মামলা করার পর তিনি এ ঘটনা ঘটান।
বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ ট্রাফিক বিভাগের উপকমিশনার (ডিসি) মেহেদী হাসান এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।
মেহেদী হাসান বলেন, ‘এখন থেকে মাস চার-পাঁচ আগে ইলিয়াস মিয়াকে একটি চার হাজার টাকার মামলা দেয় ট্রাফিক পুলিশ। কিন্তু, তিনি ওই মামলা ভাঙাননি বা খারিজ করিয়ে নেননি। আজ যখন ইলিয়াস মিয়া পলাশী এলাকা দিয়ে যাচ্ছিলেন, তখন তাঁর মাথায় হেলমেট ছিল না। সেজন্য ট্রাফিক সার্জেন্ট তাঁকে দাঁড় করান।’
‘দাঁড় করানোর পর সার্জেন্ট কাজগপত্র দেখতে চান। এরপর তিনি জানতে পারেন, চার হাজার টাকার পুরানো মামলা ইলিয়াস মিয়া খারিজ করাননি। সেই অপরাধে ট্রাফিক আইনের ৯২/২ ধারায় তাঁর বিরুদ্ধে এক হাজার টাকার মামলা করেন সার্জেন্ট। তারপর ইলিয়াস সেখান থেকে চলে যান’
মেহেদী হাসান বলেন, ‘পলাশীর মোড় ত্যাগ করার এক ঘণ্টা পর ইলিয়াস পলাশী আর নীলক্ষেতের মাঝামাঝি একটি স্থানে গিয়ে তাঁর নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। এতে তাঁর মোটরসাইকেলটি পুড়ে গেছে। এ ঘটনার পর আমরা মোটরসাইকেলটি উদ্ধার করে ইলিয়াসকে লালবাগ থানায় নিয়ে যাই।’
ট্রাফিকের ডিসি আরও বলেন, ‘থানায় নেওয়ার পর ইলিয়াস আমাদের জানিয়েছেন, তিনি ব্যবসায় নেমে ৫০ লাখ টাকা লস খেয়েছেন। সেজন্য তিনি চিন্তিত। আমাদেরও মনে হয়েছে তিনি খারাপ অবস্থায় রয়েছেন। সেজন্য তাঁকে থানায় রেখেছি। আমরা বিস্তারিত কথা বার্তা-বার্তা বলছি।’
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, দুপুর সোয়া ২টার দিকে পলাশী এলাকায় বাইকার নিজের বাইকে আগুন ধরিয়ে দিয়েছেন।
এর আগে, গত ২৭ সেপ্টেম্বর রাজধানীর বাড্ডা এলাকায় রাইড শেয়ারিংয়ের আরেক মোটরসাইকেল চালক শওকত আলী সোহেল ট্রাফিক পুলিশের হয়রানির প্রতিবাদ জানাতে নিজের মোটরসাইকেলে আগুন দেন।