ফের রিমান্ডে চিকিৎসক ওয়ালিউল্লাহ
রাজধানীর রামপুরা থানায় করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় চিকিৎসক কে এম ওয়ালিউল্লাহকে চতুর্থ দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার (২৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম এই আদেশ দেন।
এদিন রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় ওয়ালিউল্লাহকে। মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম ইউনিটের ইন্সপেক্টর (পরিদর্শক) মিজানুর রহমান আসামিকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক তিনদিনের রিমান্ডের আদেশ দেন। এ সময় আসামির জামিন আবেদন করা হলে তা নাকচ করে দেন আদালত।
এর আগে, গত ১৪ মে ওয়ালিউল্লাহর দুদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। পরে, ১৭ মে একদিন এবং ১৯ মে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত ১৩ মে সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর পূর্ব রামপুরা এলাকার ৬৮/১ ই হাজীপাড়া থেকে একটি কালো মাইক্রোবাসে সাদা পোশাকে ডিবি পরিচয়দানকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডা. ওয়ালিউল্লাহকে তুলে নিয়ে যায় বলে পরিবার অভিযোগ করে। পরিবারের পক্ষ থেকে বলা হয়, এ সময় তিনি নামাজ শেষে চেম্বারে যাচ্ছিলেন।
গত সেপ্টেম্বরে রামপুরা থানায় মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে রিমান্ড নেয় পুলিশ।