‘ফ্রি ফায়ার’ খেলার সময় ট্রেনের ধাক্কায় স্কুলছাত্র নিহত

Looks like you've blocked notifications!

ময়মনসিংহে রেললাইনে বসে ফ্রি ফায়ার গেম খেলার সময় ট্রেনের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত ও আরেকজন আহত হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে সুতিয়াখালি রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে

নিহত স্কুলছাত্রের নাম ইমতিয়াজ হোসেন রিফাত (১৬)। সে সুতিয়াখালি গ্রামের কামাল হোসেনের ছেলে। অপর আহত ছাত্রের নাম সজিব (১৩)। সে একই গ্রামের রুহুল আমীনের ছেলে।

ময়মনসিংহ রেলওয়ে জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) মীর্জা মো. মুক্তা আজ রাত ৮টার দিকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ সকাল সাড়ে ১০টার দিকে ওই রিফাত ও সজিব রেললাইনের ওপর বসে ‘ফ্রি ফায়ার’ গেম খেলছিল। এ সময় ঢাকা থেকে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেন তাদের ধাক্কা দেয়। পরে তাদের গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনে স্বজনরা। হাসপাতালে আনার পর বিকেল ৩টায় মারা যায় রিফাত। সজিবকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।