বংশালে গ্যাস বিস্ফোরণে দেয়ালচাপা : ভাইয়ের পর বোনেরও মৃত্যু
রাজধানীর বংশালের একটি বাসায় গ্যাসলাইনে বিস্ফোরণের কারণে দেয়ালচাপা পড়ে শিশু মঈনুলের পর তাঁর বোন জান্নাতুল ইসলামেরও মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে জান্নাতুল নামের ওই শিশুর মৃত্যু হয়।
আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বরত পরিদর্শক বাচ্চু মিয়া এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।
বাচ্চু মিয়া বলেন, ‘জান্নাতুল ইসলামের ছোট ভাই দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই মারা যায়। গতকাল মধ্যরাতে মারা গেল জান্নাতুল। তাঁর শরীরের ৬০ শতাংশের মতো পুড়ে গিয়েছিল। তাদের মা-বাবা দুজনই এখনো বার্ন ইউনিটে চিকিৎসাধীন।’
এর আগে গত ২৩ জুলাই বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির এনটিভি অনলাইনকে জানিয়েছিলেন, ‘রাজধানীর বংশালের জুম্মান কমিউনিটি সেন্টারের পাশের একটি বাসার ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফোরণে একটি দেয়াল ভেঙে পড়ে। ওই দেয়ালে চাপা পড়ে মঈনুল নামের এক শিশু মারা যায়। মঈনুলের বোন জান্নাত, বাবা জাবেদ ও মা শিউলিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।’
শাহীন ফকির বলেন, ‘ওই ফ্ল্যাটে গ্যাসের লাইনে ঝামেলা ছিল। গত বৃহস্পতিবারও গ্যাসের লোকজন সেখানে কাজ করেছে। তবু কাজ বাকি ছিল। ফায়ার সার্ভিস ও আমাদের (পুলিশ) ধারণা, অতিরিক্ত গ্যাসের চাপে এই বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনা শুনে আমরা গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাই।’