বংশালে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর কর্মসূচিতে পুলিশি বাধার অভিযোগ

Looks like you've blocked notifications!
বিএনপির লোগো। ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকার নয়াবাজার ঢাকা মহানগর বিএনপির কার্যালয়ে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকীর কর্মসূচিতে পুলিশি বাধার অভিযোগ উঠেছে। অভিযোগ বলছে, আজ সোমবার দলের নেতাকর্মীরা কর্মসূচি পালন করতে গেলে বাধার মুখে পড়েন। যদিও ‘এমন কোনো ঘটনা ঘটেনি’, বলছে বংশাল থানা পুলিশ।

বংশাল থানা বিএনপির সাবেক আহ্বায়ক তাজউদ্দিন আহম্মেদের তত্ত্বাবধানে কর্মসূচির আয়োজন করা হয়। তাজউদ্দিন আহম্মেদ বলেন, ‘শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা গতকাল রাতে কার্যালয়ে যাই। তখন বংশাল থানা পুলিশ বাধা দেয়। আজ যেতে বলে।’

তাজউদ্দিন আরও বলেন, ‘ডেকোরেটরের মালামাল নিয়ে সকাল ৮টার পর কার্যালয়ে গেলে আবারও বাধা দেওয়া হয়। এরপর বেলা ১১টার দিকে ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব শহিদুল্লাহ রানাসহ ছয় জনকে আটক করা হয়।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা সাইদুর রহমান মিন্টু এনটিভি অনলাইকে জানান, পুলিশি বাধা ও ছয় জন আটকের ঘটনা ঘটেছিল। পুলিশ পরে তাঁদেরকে ছেড়ে দিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এনটিভি অনলাইনকে বলেন, ‘এ ধরণের কোনো ঘটনাই ঘটেনি। তাদের কর্মসূচির স্থানে পুলিশ যায়নি।’