বইয়ের তালিকা সংশোধন কিংবা বাতিলও হতে পারে : জনপ্রশাসন সচিব

Looks like you've blocked notifications!
বইয়ের প্রতীকী ছবি

মাঠ পর্যায়ে কর্মকর্তাদের পাঠাভ্যাস গড়ে তোলার জন্য বই কিনতে যে তালিকা করা হয়েছে, তা অধিকতর পরীক্ষা নিরীক্ষা করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম। পরীক্ষার পর তা সংশোধন কিংবা বাতিলও হতে পারে।

আজ রোববার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিনিয়র সচিব এসব কথা বলেন।

বইয়ের তালিকা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিনিয়র সচিব আরও বলেন, ‘আমরা উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে কর্মকর্তাদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার জন্য পাঠাগার তৈরির একটি সিদ্ধান্ত নিয়েছি। আগামী চার বছরে ছোট ছোট বরাদ্দ দিয়ে বিভাগীয় কমিশনার অফিস, জেলা প্রশাসক অফিস এবং উপজেলা নির্বাহী অফিসারের অফিসে পাঠাগার গড়ে তুলবো। এজন্য এক হাজার ৪০০ বইয়ের একটি তালিকা করা হয়েছিল। এটি এমন নয় যে, এ তালিকা থেকেই বই কিনতে হবে।’

কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে যে একজন অতিরিক্ত সচিবের ২৯টি বই এ তালিকায় স্থান পেয়েছে। এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন সচিব বলেন, ‘এটি আমাদের নজরে এসেছে। বিষয়টি আমরা পরীক্ষা-নিরীক্ষা করব। এর সত্যতা পেলে কিংবা কোনো সমস্যা থাকলে এ তালিকা বাতিল বা সংশোধন করা হবে। আমরা দেখবো—বইয়ের তালিকা করা হয়েছে, তা গুণগত মান সম্পন্ন কি না। একজনের ২৯টি বই মানসম্মত নাও হতে পারে। আমরা এটি পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’