বউবাজারে ছুরিকাঘাতে মোটরসাইকেল মেকানিক খুন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/12/01/dmc-morgo.jpg)
রাজধানীর হাতিরঝিলের বউবাজার এলাকায় ছুরিকাঘাতে শিপন হাসান (১৮) নামের এক মোটরসাইকেল মেকানিক খুন হয়েছেন। আহত হয়েছে তাঁর বন্ধু মানিক মিয়া (১৭)। মানিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া বনশ্রীতে পূর্বশত্রুতার জেরে ওমর আলী (৩৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টা ও রাত পৌনে ৯টায় এই পৃথক ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
নিহত শিপনের ছোট বোন সুমাইয়া আক্তার জানায়, তারা হাতিরঝিল মধুবাগ এলাকায় থাকে। বাবার নাম সাইদুল ইসলাম। দুই ভাইবোনের মধ্যে বড় শিপন। মানিকও একই এলাকায় থাকে। শিপন হাজিপাড়ায় একটি মোটরসাইকেল মেকানিকের দোকানে কাজ করতেন। মানিকও একই ধরনের কাজ করে।
সুমাইয়া বলে, ‘সন্ধ্যার দিকে শিপনের এক বন্ধু বাড়িতে গিয়ে আমাদের খবর দেয় যে শিপনকে কারা যেন ছুরিকাঘাত করেছে। তাঁকে মগবাজার কমিউনিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। তাঁর পেটে পাঁচ-ছয়টি জায়গায় ছুরি মেরে জখম করে দুর্বৃত্তরা। এ সময় বন্ধু মানিকেরও পেটে ও হাতে ছুরির আঘাত লাগে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘গুরুতর আহত শিপনকে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১২টায় তাঁর মৃত্যু হয়। আহতদের মাধ্যমে জানতে পেরেছি, তারা দুজনই মোটরসাইকেলে ছিল। সুজন, আজাদ, আফিফসহ কয়েকজন যুবক এসে তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছে বলে অভিযোগ। তারাও বউবাজার এলাকায় থাকে। শিপনের মরদেহ মর্গে রাখা হয়েছে।’
এদিকে আহত ওমর আলী ও তাঁকে হাসপাতালে নিয়ে আসা লোকজন জানান, ওমর আলী দক্ষিণ বনশ্রীতে পানির পাম্পে চাকরি করেন। দক্ষিণ বনশ্রীর চারতলা অফিসের সামনে তাঁর বাসা।
তারা জানায়, পূর্বশত্রুতার জেরে ওই এলাকার সাদ্দাম, জুম্মন, হাসান, রাব্বি, মেহেদীসহ কয়েকজন গতকাল রোববার রাত পৌনে ৯টার দিকে খিলগাঁও দক্ষিণ বনশ্রীর বাইতুল হামদ জামে মসজিদের পাশে খুদু মিয়ার রিকশা গ্যারেজের সামনে তাঁকে কুপিয়ে জখম করে। পরে আশপাশের লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে আসে।
পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ওমর আলীর মাথায়, হাতে ও কাঁধে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।