বগুড়ায় করোনায় মৃত্যু ৫, শনাক্ত ১৪৪
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আটজন। ৬৫০টি নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছে ১৪৪ জন। শনাক্তের হার ২২ দশমিক ১৫ শতাংশ। এ পর্যন্ত মোট মারা গেছে ৪৭৮ জন।
এসব তথ্য নিশ্চিত করেছেন জেলার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুহিন।
জেলার ২৫০ শয্যা মোহাম্মাদ আলী হাসপাতালে বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার রঞ্জিতা বেগম (৪৮) নামের একজন মারা গেছেন।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন তিনজন। তাঁরা হচ্ছেন নওগাঁ জেলার ইসমাইল (৬০) ও জাহানারা বেগম (৬০) এবং জয়পুরহাট জেলার রাবেয়া (৬০)।
এছাড়া জেলার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে বগুড়া সদর উপজেলার রুমানা বেগম (৩৮) নামের এক নারীর মৃত্যু হয়।
বগুড়ায় মোট করোনা আক্রান্ত রোগী এক হাজার ৮৯৩ জন। এদের মধ্যে ভর্তি আছে ৬৩৭ জন। এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৭৩ জন, মোট সুস্থ হয়েছে ১৩ হাজার ৮০৭ জন।