বগুড়ায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। উপজেলার জামনগর এলাকার চান্দাইকোনা-ভবানীপুর আঞ্চলিক সড়কে আজ শুক্রবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন—শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের মধ্যভাগ গ্রামের শরত আলীর ছেলে মোটরসাইকেল চালক বেলাল হোসেন (৫০) ও ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত নওশের আলীর ছেলে ফজর আলী খাজা (৪৫)। এর মধ্যে ফজর আলী পিংকি নামের এক পরিবহণের বাসচালক ছিলেন।
এলাকাবাসী জানান, ফজর আলী গাড়ি চালিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে চান্দাইকোনায় যান। পরে সেখান থেকে বাড়ি ফেরার জন্য একটি মোটরসাইকেল ভাড়া করেন। মোটরসাইকেলটি জামনগর এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক সেটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এরই মধ্যে লাশ দুটি স্বজনেরা নিয়ে গেছেন।’