বগুড়ায় পুলিশ সদস্য করোনায় আক্রান্ত, আদমদীঘি লকডাউন
বগুড়ার আদমদীঘি উপজেলায় এক পুলিশ সদস্য (৩০) করোনা আক্রান্ত হয়েছেন।
এ ব্যাপারে আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ জানান, ওই পুলিশ সদস্যের কর্মস্থল ঢাকায়। গত ১০ এপ্রিল তিনি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ছুটিতে বাড়িতে আসেন। তিনি ১৩ এপ্রিল আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য গেলে চিকিৎসকদের সন্দেহ হয়। সে সময়ই তাঁর নমুনা সংগ্রহ করা হয়। আজ সন্ধ্যায় তাঁর রিপোর্ট আদমদীঘি এসে পৌঁছে। এতে করোনা পজিটিভ এসেছে।
ঘটনার পর পরই আজ রাত থেকে আদমদীঘি উপজেলা লকডাউন করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।