বগুড়ায় বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

Looks like you've blocked notifications!
বগুড়ার শেরপুর উপজেলায় বাসের চাপায় তিনজন নিহতের ঘটনায় স্বজনের আহাজারি। ছবি : এনটিভি

বগুড়ার শেরপুর উপজেলায় বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিনজন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। আজ রোববার দুপুর ২টার দিকে উপজেলার ধনকুণ্ডি নামক স্থানে বগুড়া-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার চকপাথারী গ্রামের আবদুল হাই প্রামাণিক (৬০), একই গ্রামের আল আমিন (২৮) ও ঘাসুরিয়া গ্রামের শাহ সুলতান (৯)।

পুলিশ জানায়, পাঁচজন যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চান্দায়কোনার দিকে যাচ্ছিল। ধনকুণ্ডি নামক স্থানে ঢাকাগামী একটি বাস পেছন থেকে অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং এক শিশুসহ তিনজন যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার পর পরই ঢাকাগামী বাসটি পালিয়ে যায়। খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করেন। আহত তিনজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর ঘটনায় কান্নায় ভেঙে পড়ে তাঁদের স্বজনরা।

শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন জানান, আহত তিনজনের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক। তিনজনের মরদেহ শেরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।