বগুড়ায় বিএনপির ইউনিয়ন হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত
বগুড়ার গাবতলী উপজেলার কলাকোপা হাই স্কুল মাঠে বিএনপির করোনা হেল্প সেন্টারের মাধ্যমে বালিয়াদীঘি ইউনিয়ন করোনা হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে বিএনপিনেতা সাজ্জাদুজ্জামান সিরাজ জয়ের পরিচালনায় এই হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বিএনপিনেতা সাজ্জাদুজ্জামান সিরাজ জয় জানান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় করোনা হেল্প সেন্টার একটি চলমান প্রক্রিয়া। এই করোনা হেল্প সেন্টার পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিয়ন হেল্থ ক্যাম্পের মাধ্যমে করোনা রোগীদের চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ দিচ্ছে। প্রতিটি ইউনিয়নেই আমাদের স্বেচ্ছাসেবী রয়েছে। তারা নিয়মিত রোগীদের সঙ্গে যোগাযোগ করছে। করোনা আক্রান্ত রোগীরাও তাদের সঙ্গে যোগাযোগ করলে টেলি-মেডিসিনের মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
এ সময় করোনা হেল্থ ক্যাম্পে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা ড্যাবের সভাপতি ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর ডা. শাহ মো. শাহজাহান আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
করোনা হেলথ ক্যাম্পে এ সময় করোনা আক্রান্ত রোগীদের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা টেলি-মেডিসিনের মাধ্যমে ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।