বগুড়ায় যুবলীগ নেতাকে প্রকাশ্যে হত্যা
বগুড়া শহরের আকাশতারা এলাকায় দিনে দুপুরে প্রকাশ্যে আবু তালেব (৩২) নামের এক যুবলীগ নেতাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আকাশতারা এলাকায় বাড়ির অদূরে আজ রোববার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
আবু তালেব আকাশতারা গ্রামের আবদুস সামাদের ছেলে। তিনি বগুড়া শহর যুবলীগের সাবগ্রাম বন্দর কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। বগুড়া শহরের হকার্স মার্কেটে ব্যাগের দোকান ছিল তাঁর। এ ছাড়া তিনি এলাকায় বালুর ব্যবসা করতেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান জানান, আবু তালেব আজ দুপুরে সাবগ্রাম থেকে চাল কিনে বাড়িতে ফিরছিলেন। এ সময় বাড়ির কয়েকশ গজ দূরে একদল দুর্বৃত্ত তাঁকে ঘিরে ধরে। এরপর রাস্তার পাশের একটি কচুক্ষেতে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাঁর মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। আবু তালেবকে হত্যার পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি।
বগুড়ার পুলিশ সুপার (এসপি) আলী আশরাফ ভুঞা ও অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করে আবু তালেবের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন।