বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত, গুরুতর আহত বাবা
বগুড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-মেয়ে নিহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যায় শিবগঞ্জের চণ্ডীহারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, সোনাতলা উপজেলার বালুয়াহাট এলাকার আলতাব হোসেনের স্ত্রী মিনু বেগম (৪০) এবং তার মেয়ে আফরিন (১৭)। এ ঘটনায় বাবা আলতাব হোসেন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম।
ওসি জানান, আলতাব হোসেন তার স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেল করে মহাস্থানগড়ের দিকে যাচ্ছিলেন। চণ্ডীহারা এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি বাস পেছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মেয়ে আফরিন ও স্ত্রী মিনু বেগম মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় আলতাব হোসেনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
ওসি আরও জানান, নিহত আফরিন ও মিনু বেগমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।