বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিকের জন্মদিন আজ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিকের জন্মদিন আজ বৃহস্পতিবার। বঙ্গবন্ধুর ছোট মেয়ে ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান। তাঁর বাবা শফিক আহমেদ সিদ্দিক। তিনি পেশায় একজন অধ্যাপক।
১৯৮০ সালের ২১ মে জন্মগ্রহণ করেন রাদওয়ান মুজিব সিদ্দিক। তিন ভাইবোনের মধ্যে সবার বড় রাদওয়ান। তাঁর মেজো বোন টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য।
রাদওয়ান মুজিব সিদ্দিক লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থেকে গভর্ন্যান্স অ্যান্ড হিস্ট্রি বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন। তিনি একই প্রতিষ্ঠান থেকে কমপ্যারেটিভ পলিটিকস বিষয়ে স্নাতকোত্তর করেন।
পেশাগত জীবনে রাদওয়ান মুজিব সিদ্দিক একজন স্ট্র্যাটেজি পরামর্শদাতা। তিনি স্ট্র্যাটেজি ও যোগাযোগ বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক ও সরকারি সংস্থাকে পরামর্শ দেন।
সিআরআইর ট্রাস্টি হিসেবে প্রতিষ্ঠানটি দেখভাল করেন রাদওয়ান মুজিব সিদ্দিক। সিআরআইর অঙ্গপ্রতিষ্ঠান ইয়ং বাংলার মাধ্যমে তরুণদের ক্ষমতায়ন ও উদ্বুদ্ধকরণের কাজ করছেন তিনি।
বঙ্গবন্ধুকে হত্যার পর তাঁর দুই মেয়ে কীভাবে জীবন-সংগ্রাম করেছেন, সেসব ঘটনা নিয়ে ডকুড্রামা ‘হাসিনা : আ ডটারস টেল’ নির্মাণের নেপথ্যে ছিলেন রাদওয়ান মুজিব সিদ্দিক, যা দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে।
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশে জরুরি অবস্থার মধ্যে ২০০৮ সালের ফেব্রুয়ারিতে আলজাজিরা টেলিভিশনে সম্প্রচারিত খ্যাতিমান ব্রিটিশ ব্রডকাস্টার ডেভিড ফ্রস্টের বিখ্যাত অনুষ্ঠান ‘ফ্রস্ট ওভার দ্য ওয়ার্ল্ড’-এ সাক্ষাৎকার প্রচারিত হয় রাদওয়ান মুজিব সিদ্দিকের। তখন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কারাগারে ছিলেন। ডেভিড ফ্রস্টকে দেওয়া রাদওয়ান মুজিবের ওই সাক্ষাৎকার সে সময় আলোড়ন সৃষ্টি করেছিল এবং শেখ হাসিনার মুক্তি ও জরুরি অবস্থা প্রত্যাহারের জন্য আন্তর্জাতিক জনমত সৃষ্টিতে সহায়তা করেছিল।
রাদওয়ান মুজিবের আজ ৪০ বছর পূর্ণ হলো। জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মী, মন্ত্রী, এমপি থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জন্মদিনে রাদওয়ানকে শুভেচ্ছা জানিয়ে সিআরআইর ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘হ্যাপি বার্থডে টু আওয়ার মেন্টর রাদওয়ান মুজিব সিদ্দিক।’
বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘বঙ্গবন্ধুর দৌহিত্র ও গবেষণা প্রতিষ্ঠান সিআরআইর ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিকের জন্মদিনে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা…।’
আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘শুভ জন্মদিন জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য দৌহিত্র প্রিয় ববি ভাই। সমৃদ্ধ, উন্নত ও আধুনিক বাংলাদেশের অন্যতম নেপথ্য কারিগর, নিভৃতচারী এই মহানুভব মানুষটির জন্মদিনের এই শুভক্ষণে মহান আল্লাহর দরবারে দীর্ঘ এবং আলোকিত ভবিষ্যতের প্রার্থনা রইল।’