বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে মন্তব্য, কাটাখালি পৌর মেয়রের বিরুদ্ধে তিন মামলা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে কাটাখালী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মো. আব্বাস আলীর বিতর্কিত মন্তব্যে তার বিরুদ্ধে রাজশাহীতে তিনটি মামলা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে নগরীর তিনটি থানায় মামলাগুলো করেছেন রাজশাহী সিটি করপোরেশনের তিনজন ওয়ার্ড কাউন্সিলর।
এদিকে, বঙ্গবন্ধুকে নিয়ে মেয়রের বিতর্কিত মন্তব্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে রাজশাহীতে। আজ বুধবার সকালে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে মেয়র আব্বাসের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা সংসদ। মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নিয়ে আওয়ামী লীগ থেকে মেয়র আব্বাস আলীকে বহিষ্কার এবং অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানায়।
মানববন্ধনে আরও বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, কবিকুঞ্জের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, মুক্তিযোদ্ধার সন্তান ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী মহানগর শাখার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান প্রমুখ।
রাজশাহী সিটি করপোরেশনের প্রবেশমুখ সিটিগেটে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করে মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে আল্লাহকে অসন্তুষ্ট করতে পারবেন না বলে মন্তব্য করেন পৌর মেয়র আব্বাস আলী। গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এক মিনিট ৫১ সেকেন্ডের একটি অডিও ক্লিপ ভাইরাল হলে রাতে নগরীর বোয়ালিয়া মডেল থানা, রাজপাড়া থানা ও চন্দ্রিমা থানায় মেয়রের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে তিনটি মামলা হয়। এর মধ্যে বোয়ালিয়া মডেল থানায় করা মামলার বাদী হয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের ১৩ নম্বর কাউন্সিলর আব্দুল মোমিন। চন্দ্রিমা থানায় করা এজাহারের বাদী মহানগর যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সানু এবং রাজপাড়া থানায় ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন বাদী হয়ে এজাহার করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি এবং বঙ্গবন্ধুর মুর্যাল নির্মাণ প্রতিহতের ঘোষণা দিয়ে বক্তব্য দেন কাটাখালি পৌরসভার নৌকা প্রতীকে দুইবারের নির্বাচিত মেয়র মো. আব্বাস আলী। তিনি ২০১৫ সালে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে প্রথমবার কাটাখালি পৌরসভার মেয়র নির্বাচিত হন। ২০২০ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনেও তিনি নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হন। এ নিয়ে তার ফাঁস হওয়া অডিও ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এক মিনিট ৫১ সেকেন্ডের অডিও ক্লিপটিতে মেয়র আব্বাস আলী তাঁর পৌরসভা সংলগ্ন রাজশাহী সিটি করপোরেশনের প্রবেশমুখ সিটিগেটে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন।
বঙ্গবন্ধুর ম্যুরাল বসাতে না দিলে নিজের রাজনৈতিক ভবিষ্যত কী হবে, সে সম্পর্কেও আব্বাস আলীকে মন্তব্য করতে শোনা যায় অডিওটিতে।