বঙ্গবন্ধু হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবদুল মাজেদ গ্রেপ্তার

Looks like you've blocked notifications!

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া অন্যতম আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মাজেদকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘আমরা তাকে (আবদুল মাজেদ) গ্রেপ্তার করেছি। শিগগিরই তাকে আদালতে তোলা হবে।’

আবদুল মাজেদ ভারতে পালিয়ে আছেন বলে এর আগে বিভিন্ন সময় এসেছে সংবাদমাধ্যমে। তাঁকে সেখান থেকে পাঠানো হয়েছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা তাঁকে বাংলাদেশেই পেয়েছি। হয়তো করোনার ভয়ে চলে এসেছে।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য দেননি, পরে সংবাদ সম্মেলন করে জানাবেন বলে জানান তিনি।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনা ও রায় কার্যকর করার জন্য গঠিত জাতীয় টাস্কফোর্সের প্রধান আইনমন্ত্রী আনিসুল হক এনটিভি অনলাইনকে বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। আদালতে তাঁকে তোলা হবে। আর বাকিটা পরে বিস্তারিতভাবে জানানো হবে।’

আবদুল মাজেদকে গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে পুলিশের মিরপুর জোনের এডিসি মাহমুদা আক্তার লিপি এনটিভি অনলাইনকে বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যাকারীকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে বলে শুনেছি। ভাষানটেক থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ভাষানটেক থানার ওসি এই ব্যাপারে বিস্তারিত জানাতে পারবেন।’

ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘আমিও শুনেছি তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে থানা পুলিশ গ্রেপ্তার করেনি। অন্য কোনো ইউনিট গ্রেপ্তার করেছে।’