বনবিড়াল ধরতে নিজের তৈরি ফাঁদেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/04/19/chuadanga-dead.jpg)
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পোষা কবুতর বাঁচাতে গিয়ে নিজের তৈরি বনবিড়াল ধরার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বকুল হোসেন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার উথলী ইউনিয়নের শিয়ালমারী গ্রামে আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে। বকুল হোসেন শিয়ালমারী গ্রামের মো. তুরাপ আলীর ছেলে।
স্বজনেরা জানান, দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে কবুতর পালতেন বকুল হোসেন। প্রায় রাতেই বনবিড়াল হানা দিয়ে তাঁর কবুতর খেয়ে ফেলতো। পরে বনবিড়াল মারতে গতকাল রোববার রাতে কবুতরের জন্য বানানো ঘরের চারপাশে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন বকুল হোসেন। আজ সোমবার ভোররাতে কবুতরের ঘরে বনবিড়াল ঢোকার শব্দ পেয়ে তড়িঘড়ি করে মারতে যান তিনি। এ সময় নিজের তৈরি বনবিড়াল ধরার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় বকুলের।
উথলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘বনবিড়ালের হাত থেকে কবুতর বাঁচানোর জন্য নিজের তৈরি ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বকুল হোসেনের মৃত্যু হয়েছে।’
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘বনবিড়াল ধরার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে বলে এলাকাবাসীর কাছ থেকে জানতে পেরেছি।’