বনানীতে ছয়তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট

রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার একটি ভবনে শনিবার সকালে আগুনের ঘটনা ঘটে। ছবি : এনটিভি
রাজধানীর বনানীতে চেয়ারম্যান বাড়ি এলাকার একটি ভবনে আগুন লেগেছে। আজ শনিবার সকাল ৯টা ১০ মিনিটে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের গণমাধ্যম সেলের লিডার জীবন মিয়া এনটিভি অনলাইনকে জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
জীবন মিয়া বলেন, শনিবার সকাল ৯টা ১০ মিনিটে ছয়তলা ভবনটিতে আগুন ধরে যায়। তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়।