বনানীর আবাসিক ভবনে আগুন, দুই গৃহকর্মীর মৃত্যু

Looks like you've blocked notifications!

রাজধানীর বনানীর একটি আবাসিক ভবনের চারতলায় লাগা আগুনে দগ্ধ হয়ে দুই গৃহপরিচারিকার মৃত্যু হয়েছে। বনানীর এফ ব্লকের তিন নম্বর রোডের ৭৯ নম্বরে মেঘলা নামে ১০তলা ভবনে রোববার দিবাগত রাত পৌনে ২টায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে এবং দুই গৃহপরিচারিকাসহ তিনজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে।

আজ সোমবার বিকেলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের দায়িত্বরত কর্মকর্তা রাসেল শিকদার এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।

দগ্ধ তিন হচ্ছেন— মিম (১৬), রিতা (৩০) ও স্বপ্না (১৪)। এদের মধ্যে মিম ও স্বপ্ন রাজধানীর মেট্রোপলিটন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘রোববার দিবাগত রাত পৌনে ২টার সময় এই অগ্নিকাণ্ড ঘটে। সোয়া ২টার দিকে আমি ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি ভবনের চতুর্থ তলায় ধোঁয়া আর ধোঁয়া। পরে আমরা মিম, স্বপ্না ও রিতাকে উদ্ধার করে মেট্রোপলিটন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। আজ দুপুরের দিকে মিম ও স্বপ্না মারা গেছে। আর রিতা ওই ভবনের একজনের আত্মীয়। তিনি এখন চিকিৎসাধীন আছেন।’

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম জানিয়েছেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।