বনানীর ছয়তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

Looks like you've blocked notifications!
রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার একটি ভবনে শনিবার সকালে আগুনের ঘটনা ঘটে। ছবি : এনটিভি

টানা প্রায় চার ঘণ্টার চেষ্টায় রাজধানীর বনানীর ছয়তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ফায়ার সার্ভিস বলছে, ভবনটিতে অগ্নি নিরাপত্তা নিশ্চিতে কোন ব্যব্স্থা ছিল না।

আজ শনিবার সকাল ৯টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার ছয়তলা ভবনটিতে আগুনের সূত্রপাত হয়। দুপুর ১টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা ইসলাম এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল ৯টার দিকে ওই ভবনের তিনতলা থেকে অনেক বেশি ধোঁয়া বের হচ্ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় সোয়া ৯টার দিকে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) লে. কর্ণেল জিল্লুর রহমান বলেন, ভবনটির তৃতীয় তলায় উপহারসামগ্রী তৈরীর প্রতিষ্ঠান এমিকনের একটি গোডাউন ছিল। সেখানে প্রচুর দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। প্রায় চারঘণ্টা ধরে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের চেষ্টায় বেলা ১টার পরে আগুন নিয়ন্ত্রনে আসে।

ছয়তলা ভবনটিতে কিছু দোকান এবং আনন্দ টিভিসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কার্যালয় আছে। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমান জানাযাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।