বনের বানর বনে ফেরত পাঠাল বনবিভাগ

Looks like you've blocked notifications!
সুন্দরবন থেকে লোকালয়ে এসে বাড়িঘরে উৎপাত করতে থাকা বানরটিকে ধরে সুন্দরবনে ফেরত পাঠিয়েছে বনবিভাগ। ছবি : এনটিভি

সুন্দরবন থেকে লোকালয়ে এসে মানুষের বাড়িঘরে উৎপাত করছিল বানর। পরে তাকে ধরে সুন্দরবনে ফেরত পাঠিয়েছে বনবিভাগ।

আজ রোববার সকাল ১১টার দিকে বানরটি ধরে সুন্দরবনে ফেরত পাঠায় বনবিভাগ।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান জানান, আজ সকাল ১০টার দিকে সুন্দরবন সংলগ্ন মোংলার দক্ষিণ বাজিকরখণ্ড এলাকায় ঢুকে পড়ে বানরটি। পরে ওই এলাকার দক্ষিণ বাজিকরখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আশপাশের বাড়িতে ঢুকে উৎপাত শুরু করে।

এ ঘটনা স্থানীয়রা বনবিভাগকে জানায়। পরে সেখান থেকে বানরটি উদ্ধার করা হয়। এরপর বেলা ১১টার দিকে বানরটিকে জিউধারা ফরেস্ট অফিস সংলগ্ন বনে ছেড়ে দেওয়া হয়ে।

মো. শাহজাহান বলেন, ‘গত দুই মাসে (জুন-জুলাই) মোংলা ও মোড়েলগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গা থেকে ছয়টি অজগর, দুটি কেউটে সাপ, চারটি বানর, একটি কচ্ছপ ও একটি তক্ষক উদ্ধার করা হয়। এ প্রাণীগুলো নানা সময়ে লোকালয়ে চলে যায়। পরে সেগুলোকে উদ্ধার করে আবারও বনে ফেরত পাঠানো হয়েছে।